ব্যুরো নিউজ, ১৩ ফেব্রুয়ারি: সন্দেশখালী ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এনিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলিও। এদিন সন্দেশখালী ঘটনার প্রতিবাদে পথে নামল বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠন।
সুকান্ত বাহিনীকে ‘রুখতে’ বসিরহাট জেলা পুলিশের অফিস চত্বরে ১৪৪ ধারা
প্রতিবাদ-সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। আইন অমান্য ও জেল ভরো আন্দোলন ঘিরে উত্তেজনা আসানসোলে।
মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জী-সহ অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষণ পথঅবরোধ চলার পর অবরোধ উঠে যায়। ঘটনায় সিপিএম নেতা-সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ। ইভিএম নিউজ