kyrgyzstan-issue

ব্যুরো নিউজ, ১৮ মে : কিরগিস্তানের রাজধানী বিশকেকে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য  দেশ থেকে আসা পড়ুয়াদের উপরে হামলা করা হচ্ছে।

রাজা চার্লস-এর প্রতিকৃতি ঘিরে বিতর্ক! দৈত্যের সঙে তুলনা!

জানা গিয়েছে, কিরগিস্তানের রাজধানী বিশকেকের  বিভিন্ন মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে হামলা চালায় দুষ্কৃতীরা। হস্টেলে থাকা ভারত, পাকিস্তান, বাংলাদেশের পড়ুয়াদের উপরে হামলা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় ভারতের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস। এমনকি তাদের বাসস্থলে থাকতে বলা হয়েছে। কোনও সমস্যায় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।

জানা গিয়েছে, গত ১৩ মে কিরগিজ ও মিশরীয় পড়ুয়াদের মধ্য়ে ঝামেলা শুরু হয়। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যান্য দেশ থেকে আসা পড়ুয়াদের উপরে হামলা করা হয়।

এদিকে কিরগিস্তানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি রয়েছে। কিরগিস্তানে ১৪ হাজার ৫০০ ভারতীয় পড়ুয়া রয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্করও জানিয়েছেন, বিশকেকের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর