Kunal Ghosh issue

ব্যুরো নিউজ, ২ মে : বুধবার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করার পরেই পদ খোয়াতে হয়েছে কুণাল ঘোষকে। আজও কুণাল ঘোষের গলায় বিরোধী প্রার্থীর প্রশংসা শোনা গেল। এতদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করলেও বৃহস্পতিবার কিন্তু উল্টো সুর শোনা গেল কুনাল ঘোষের গলায়। এই দিন শুভেন্দু অধিকারীর প্রশংসা করলেন কুনাল ঘোষ। যাকে কেন্দ্র করে রীতিমতো জল্পনা শুরু হয়েছে।

চীনা গুপ্তচর জাহাজের পরে, এবার কেন মালদ্বীপে তুর্কি যুদ্ধজাহাজ?

তাপস রায়ের পর শুভেন্দু অধিকারীর প্রশংসা কুণালের

Kunal Ghosh on shuvendu

এদিন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে কুণাল ঘোষ বলেন, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যেভাবে গোটা রাজ্য ঘুরে ঘুরে দলের হয়ে কাজ করে চলেছেন তা দেখে তৃণমূল নেতাদের শেখা উচিত। ওর ভাষা, ওর রাজনীতি, ওর আক্রমণের বিরোধী। কিন্তু শুবেন্দুর মরিয়া পারফর্ম্যান্সটাকে অস্বীকার করা যায় না। প্রসঙ্গত, কথা বলে কি কুনাল ঘোষ উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন? প্রশ্ন রাজনৈতিক মহলের। উল্লেখ্য, দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে তাপস রায়কে। তার সেই মন্তব্যে সহমত ছিলেন কুণাল ঘোষ। বুধবারও পদ থেকে অপসারিত হওয়ার পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা যায় কুণাল ঘোষকে। ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের নেতা হলেও তাঁকে একবারও নরেন্দ্র মোদীর সমালোচনা করতে শোনা যাচ্ছে না কেন? এই যে অমিত শাহ, জেপি নাড্ডারা বাংলায় এসে এত কথা বলে যাচ্ছেন, কেন তার পাল্টা বলছেন না সুদীপবাবু।’ প্রশ্ন তোলেন কুণাল ঘোষ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর