Burglary at Kausthav Bagchi's house, theft of important documents of the case

ব্যুরো নিউজ, ২০ মে : পঞ্চম দফা নির্বাচনে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার টিটাগড়। সেখানে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়েছে। শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামেরও অভিযোগ উঠেছে।

কপ্টার দুর্ঘটনায় মৃত্যু ইরানের প্রেসিডেন্টের, মর্মাহত মোদী

‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট তলব কমিশনের

প্রসঙ্গত এই নিয়ে অভিযোগ উঠতেই সেই বুথে যাচ্ছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগতী। তিনি সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। বুথে ঢুকতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

BJP Helpline

এই প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, ‘আমার গাড়ি ভাঙচুর হয়েছে। বুথ জ্যাম করছিল। আমাকে হেনস্থা করা হয়েছে। এমনকী আমার নিরাপত্তারক্ষীর অস্ত্র কেড়ে নেওয়া হয়। চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে। আমি বারবার ভোটারদের বোঝাতে গিয়েছিলাম যে কোনও রকম ভয় না পেয়ে যাতে তাঁরা ভোট দেন। আর তারপরই এই ঘটনা ঘটিয়েছে।’ অন্যদিকে, অর্জুন সিংয়ের গড়ে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ‘ওরা যা করার করছে। আমরাও যা করার করছি।’ সূত্রের খবর এই ঘটনায় ‘অ্যাকশন টেকেন’ রিপোর্ট তলব করেছে কমিশন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর