কাউন্সিলরের ছেলের গ্রেপ্তার

ব্যুরো নিউজ ২০ নভেম্বর : কলকাতার রাস্তায় বেপরোয়া গতির কারণে আহত এক এক বৃদ্ধা। বুধবার সকালে বিবেকানন্দ পার্কের কাছে একটি চারচাকা গাড়ি ৭০ বছরের এক বৃদ্ধাকে ধাক্কা মারে। গুরুতর অবস্থায় ওই মহিলা সাহা বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি। দুর্ঘটনার সময় গাড়িটিতে ছিলেন ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের দুই ছেলে। ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়িটি চালাচ্ছিলেন।

শাহজাহান পুলিশ হেফাজতে থাকলে মামলার তথ্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি

দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ


দুর্ঘটনার পর শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।গাড়ির সামনের দিকে মিতালি বন্দ্যোপাধ্যায়ের নামের একটি ফলক ছিল। যা এই ঘটনায় আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে। জানা গেছে গাড়িটি মিতালি বন্দ্যোপাধ্যায়ের নামেই রেজিস্টার করা ছিল।ঘটনাটি বেশ উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ এই ধরনের বেপরোয়া গাড়ি চালানো সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা ও তার আশপাশের অঞ্চলে যেভাবে রাস্তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে তা নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও চিন্তা বেড়েছে। তিনি উত্তরবঙ্গ থেকে সরাসরি ফোন করে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিষেক-নিমরত সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন অভিনেত্রী

মন্ত্রী বৈঠক করে যথাযথ বার্তা দেওয়ার পরেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। রাজ্যে ক্রমাগত একের পর এক পথ দুর্ঘটনা ঘটছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। খুদে শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই রাস্তায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর