kolkata-municipality-water-supply-durga-puja

ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর :দুর্গাপুজোর সময়ে সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে কলকাতা পুরসভা পানীয় জল সরবরাহের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবার পুজোর দিনগুলিতে পানীয় জল পরিষেবা শুরু হবে ভোর ৩টেয়। সাধারণত, এই পরিষেবা সকাল ৬টায় শুরু হয়, তবে পুজোর ব্যস্ততার কথা মাথায় রেখে সময় এগিয়ে আনার এই সিদ্ধান্ত নিয়েছে পুরকর্তৃপক্ষ।

মলদ্বীপের চরম সংকট; ভারতের সাহায্যে সাময়িক স্বস্তি

দুর্গাপুজোয় জলসেবা

শুক্রবার কলকাতা পুরসভায় দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মেয়র পারিষদ স্বপন সমাদ্দার প্রস্তাব দেন ভোর ৩টেতে জল সরবরাহের। মেয়র ফিরহাদ হাকিমও এই প্রস্তাবে সমর্থন জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

২০২৫ ‘লাপতা লেডিজ়’ অস্কারের সম্ভাবনা! পরিচালক কিরণ কি আশাবাদী?

স্বপন সমাদ্দার এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘পুজোর সময় যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়, সেই জন্যই এই পদক্ষেপ তারা গ্রহণ করছেন।পুজোর সময় শহরে বহু দর্শনার্থী আসেন। তাদের সুবিধার কথা ভেবে, শহরের সমস্ত সুলভ শৌচালয় ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এছাড়া, বৈঠকে নিকাশি ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়। চলতি বছর পুজোর সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকায়, ভারী বৃষ্টিতে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে। ড্রেনেজ পাম্পিং স্টেশনগুলোকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।

পুজোর আগে মেট্রোতে যাত্রীদের দুর্ভোগ বেড়েই চলেছে

শহরের বিভিন্ন বেহাল রাস্তা মেরামতের কাজও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুজোর সময় সুষ্ঠুভাবে অনুষ্ঠান পালিত হয়। ১লা অক্টোবরের মধ্যে মেরামতির কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর