মেট্রো যাত্রীদের বেড়েছে দুর্ভোগ

ব্যুরো নিউজ, ২৩ নভেম্বর : কলকাতার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো পথে যাত্রীদের জন্য নতুন সমস্যা সামনে আসছে। দেশের প্রথম মেট্রো রুটে কর্মী সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ফলে প্রায় সমস্ত স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকে। যাত্রীদের বাধ্য হয়ে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ ভেন্ডিং মেশিন (এসসিআরএম) থেকে টিকিট বা কার্ড নিতে হয়।  এই মেশিনগুলো অনেক সময় অচল হয়ে পড়ে আর পুরনো নোটও গ্রহণ করে না।  যাত্রীদের জন্য কয়েক সেকেন্ডের কাজও করতে ৩-৪ মিনিট সময় বেশি লাগে।

মায়ের মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেলেন অর্পিতা মুখোপাধ্যায়, বাড়ি ফিরলেন আড়াই বছর পর

যাত্রীদের অনলাইনে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে বলা হচ্ছে

এখন থেকে নর্থ-সাউথ রুটের সমস্ত স্টেশনে এক বড় পরিবর্তন আনা হয়েছে। ২১ নভেম্বর থেকে দিনের একটা বড় সময়ের জন্য নগদ লেনদেন বন্ধ রাখা হবে। বিভিন্ন স্টেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন সময় এই নিয়ম চালু হয়েছে। যেমন মহাত্মা গান্ধী রোড স্টেশনে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত কাউন্টারে নগদ লেনদেন বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের ইউপিআই বা অনলাইনে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে বলা হচ্ছে। গীতাঞ্জলি (নাকতলা) স্টেশনে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত কাউন্টারের কাজ বন্ধ থাকে এবং এই সময়েও যাত্রীদের অন্য উপায়ে টিকিট সংগ্রহ করতে হয়।

এবার ভোটার তালিকায় জারোয়া জনগোষ্ঠী, গণতন্ত্রে যোগ দিল আন্দামানের প্রাচীন জনগণ

এই সমস্যাগুলির কারণে শুক্রবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে যাত্রীদের সঙ্গে মেট্রো কর্মীদের তীব্র বচসা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের মতে কিছু স্টেশনে টিকিট কাউন্টার বন্ধ হওয়ার কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে। উল্লেখযোগ্য যে, জোকার-মাঝেরহাট এবং কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় রুটে কয়েকটি স্টেশনের টিকিট কাউন্টার ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। এখন যাত্রীরা আশঙ্কা করছেন। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটেও এমনই পরিস্থিতি সৃষ্টি হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর