ব্যুরো নিউজ ১৫ নভেম্বর : শুক্রবার সকালে কলকাতার ময়দানে ডাফরিন রোডে ফুটপাতে একটি অজ্ঞাত পরিচয় দেহ পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। সকাল সাড়ে আটটা নাগাদ ময়দান থানায় খবর পৌঁছালে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে।
পুলিশের বিরুদ্ধে টাকা তোলার গুরুতর অভিযোগঃ বালি পাচারে উঠে এল নতুন কেলেঙ্কারি
পুলিশের প্রাথমিক তদন্ত
দেহটি কোনো ৫০ বছর বয়সি ভবঘুরের হতে পারে। তবে, তাঁর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দেহটি কীভাবে সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।মে মাসে এই ময়দান এলাকা থেকেই একটি মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল। সেবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে পাওয়া দেহটি বেশ কিছুদিন পুরনো ছিল এবং পচন ধরেছিল। সেই ঘটনা এখনও রহস্যময়। এবার পরিবহণ দপ্তরের টেন্টের কাছে দেহ উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল ময়দানে।
শীতকাল পড়তেই সর্দি কাশির সমস্যায় ভুগছেন আপনি? চুমুক দিন এই পানীয়তে!
পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এলাকাবাসীর কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।




















