kolkata highcourt update

ব্যুরো নিউজ,২৬ জুলাই: চলতি সপ্তাহের শুরু থেকেই কলকাতা হাইকোর্টে কাজ বন্ধের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানালেন বিচারপতি। গত সোমবার থেকে একটানা বার অ্যাসোসিয়েশনের কর্ম বিরতিতে কাজ বন্ধ। এক আইনজীবীর উপর পুলিশের জুলুমের প্রতিবাদে সোম ও মঙ্গলবার আইনজীবীরা কাজ বন্ধ রাখেন।দুই আইনজীবীর মৃত্যু ও বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত বিচারপতির শিবকান্ত প্র্সাদের মৃত্যুর ফলে কার্যত শিকেয় ওঠে হাইকোর্টের কাজ। বিচারকার্য হচ্ছে না।

জামালের প্রাসাদে জলের ট্যাঙ্ক নাকি গুপ্তধনের ঝাঁপি

বিচারপতির ভয়ংকর অভিযোগ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাএীকে ছুরির কোপ, চেষ্টা অ্যাতঘাতীর?

এর প্রতিবাদে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তার  এজলাসে বসে বলেন ভয়ের পরিবেশ তৈরি করে শোক প্রকাশের নামে কর্মবিরতি হচ্ছে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় এক আইনজীবীকে শারীরিকভাবে নিগ্রহ করে এক পুলিশ কর্মী। তাকে অবশ্য পরে হাইকোর্টে এসে ক্ষমা চাইতে হয়। তবে সেই ঘটনার জেরে পরপর তিনদিন সোমবার থেকে কর্ম বিরতি শুরু করেন আইনজীবীরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শিব্কান্ত  প্র্সাদের মৃত্যু হলে তার স্মরণে কাজ বন্ধ থাকে। শুক্রবার তার দেহ আনা হয় কলকাতা হাইকোর্টে সেখানে আইনজীবী ও বর্তমান বিচারপতিরা শোক জ্ঞাপন করেন। সেজন্য ব্যাহত হচ্ছে হাইকোর্টের বিচারকার্য।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর