ব্যুরো নিউজ ১১ সেপ্টেম্বর ২০২৫ : দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে মামলাকারী তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্তকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ
বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালত জানায়, “এই ধরনের মামলার মাধ্যমে শুধু আদালতের সময় নষ্ট হচ্ছে। এটা বরদাস্ত করা যায় না।” আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, কার্তিক মহারাজ একজন সন্ন্যাসী ও জনসেবার সঙ্গে যুক্ত ব্যক্তি। তাঁর বক্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু তা সরাসরি মানহানির পর্যায়ে পড়ে না। তাই এই মামলার কোনো আইনি ভিত্তি নেই।
মামলার প্রেক্ষাপট
দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে কার্তিক মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছিলেন। তার এই মন্তব্যকে ঘিরে মানহানির মামলা দায়ের করেন সব্যসাচী দত্ত। তবে এই প্রথম নয়, গত কয়েক বছরে কার্তিক মহারাজ বারবার বিতর্কে জড়িয়েছেন। মুর্শিদাবাদে হিংসা-সহ বিভিন্ন ইস্যুতে তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। এর পাল্টা শাসক দলও তার সমালোচনা করেছে। এর আগে এক মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের করেন, যদিও রাজনৈতিক মহলের অনেকে সেই অভিযোগকে সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন। এই মামলার খারিজের ফলে কার্তিক মহারাজ স্বস্তি পেয়েছেন।
Suvendu : ডায়মন্ড হারবার মডেল: ইলিশ চুরির অভিযোগে কাঠগড়ায় পুলিশ, প্রতিবাদে শুভেন্দু অধিকারী
বিজেপির প্রতিক্রিয়া
কার্তিক মহারাজের বিরুদ্ধে করা মামলা খারিজ হয়ে যাওয়ায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় শাসক দলের সমালোচনা করেছেন। তিনি বলেন, “সত্য প্রতিষ্ঠিত হয়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল।” এই বিষয়ে এখনো পর্যন্ত শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।