ব্যুরো নিউজ, 23 জুন, শর্মিলা চন্দ্র : এবার ভোট পরবর্তী হিংসা বন্ধে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কড়া বার্তা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি বাড়ি ফিরুক। যেখান থেকে অভিযোগ আসছে, সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। অশান্তি নিয়ে অনেক গুরুতর অভিযোগ এসেছে। আদালতের তরফে বাস্তব চিত্র জানানোর কথাও বলা হয়েছে।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বাড়লো
নিট ইউজি বিতর্কের মাঝেই স্থগিত টেট পরীক্ষা,ঠিক কী কারণে স্থগিত হল টেট পরীক্ষা?
ভোট পরবর্তী সন্ত্রাসের যে কয়টি অভিযোগ জামা পড়েছে তার মধ্যে বেশিরভাগ এর অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিভিন্ন জেলায় একাধিক নেতা-কর্মীকে মারধর ও ঘরছাড়া করার অভিযোগ তুলেছে বিজেপি। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে আক্রান্ত ও ঘরছাড়াদের নিরাপত্তার স্বার্থে বিরোধী দলনেতা শুভনদু অধিকারী ও বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেন। শুক্রবার সেই মামলার শুনানিতে মঙ্গলবার এর মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানোর নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে ২১ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন। শুক্রবার এই সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার দিন আরো বাড়ানো হলো। আগামী বুধবার ফের শুনানি। আদালতে নির্দেশ ততদিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মতান থাকবে।