কলকাতা বিমানবন্দরে

ব্যুরো নিউজ ১১ নভেম্বর :কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানটি রওনা দেওয়ার আগে বিমানবন্দরে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। রবিবার দুপুর তিনটার সময় বিমানটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীরা সিটে বসে অপেক্ষায় ছিলেন। এমন সময় এক যাত্রী হঠাৎ বলে ওঠেন, ‘বিমানে বোমা রাখা আছে!’ এ কথা শুনে যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে আসে। তৎক্ষণাৎ বিষয়টি এয়ারপোর্ট ম্যানেজারকে জানানো হয়।

শালিমারে শিশু পাচার চক্রের পর্দাফাঁস, সিআইডি অভিযানে উদ্ধার নবজাতক

বিমানে তন্নতন্ন করে চালানো হয় তল্লাশি

দক্ষিণ ২৪ পরগনায় সদ্যোজাত কন্যাসন্তানকে পুঁতে ফেলল বাবা

বিমানটিকে পার্কিং বেতে সরিয়ে নেওয়া হয়। সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়। জরুরি পরিষেবাগুলিকে খবর দেওয়া হয়। এরপর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তল্লাশির জন্য ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়ার্ডও আনা হয়। বিমানটিকে ঘিরে সমস্ত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়।

তবে বিমান থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। এরপরে সেই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি বোমার প্রসঙ্গ তুলেছিলেন, যা শুনে তিনি আতঙ্কিত হয়ে এমন মন্তব্য করেন। সঠিকভাবে তল্লাশি শেষ হওয়ার পর সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে বিমানটি আবার রওনা দেয়। রাত ৮টা ৩৯ মিনিটে চেন্নাই বিমানবন্দরে পৌঁছয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর