ব্যুরো নিউজ,২৯ আগস্ট:আমরা এখন অনেকেই ডায়েট করার কারণে রান্না ঘরে তেলের পরিমাণ কমিয়ে দিয়েছে। কিন্তু তেলের পরিমাণ কমালেও তেল ছাড়া তো রান্না করা যায় না। আর এর কারনেই রান্না করতে করতে প্রায়ই রান্নাঘরের তেল-মসলার কৌটোতে নোংরা জমে গিয়ে তেল চিটচিটে করে। এর জন্য অনেকেই বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে কৌটো ।
ক্লান্তি ,অনিদ্রা ,গায়ে ব্যথায় ভুগছেন? হতে পারে ম্যাগনেসিয়ামের ঘাটতি। কোন খাবারে ঘাটতি পূরণ সম্ভব
তেল চিটচিটে ভাব দূর করুন
রান্নাঘরে এই উপাদান গুলি দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক
রান্নাঘরে থাকা তেল মসলার কৌটো পরিষ্কারের ক্ষেত্রে এই টোটকাটি ব্যবহার করুন। ব্রেকিং সোডা তেল চিটচিটে ভাব দূর করতে সাহায্য করে। গরম জলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে শিশি বা কৌটো গুলি তার মধ্যে ডুবিয়ে দিন। এরপর ভালো করে মেজে ধুয়ে নিলে কাজ শেষ।
এই ফলগুলি খেলে মুখে পড়বে না বার্ধক্যের ছাপ
গরম জলে কৌটাগুলি ডুবিয়ে রাখুন। এরপর সমস্ত তেল বেরিয়ে গেলে শিশি বা কৌটো গুলো তুলে টিস্যু পেপার দিয়ে মুছে নিন।
এছাড়া আপনি ভিনেগার দিয়ে কৌটো পরিষ্কার করতে পারেন। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ভিনিগার এবং লেবুর রস মিশিয়ে পরিষ্কার করে নিন।