ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : আরজি করের চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করেছেন বহু মানুষ। আম আদমি থেকে তারকা, সবাই দাঁড়িয়ে আছেন জুনিয়র ডাক্তারদের পাশে। অষ্টমী-নবমীতেও ধর্মতলায় ডাক্তারদের অনশন মঞ্চের সামনে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তবে বৃহস্পতিবার কিঞ্জল নন্দ তাদের আন্দোলনকে ‘অরাজনৈতিক’ বলার পর থেকে কিছু বাম কর্মী সমর্থকদের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে।
এশিয়ান টেবিল টেনিসে ইতিহাস গড়ার দৌড় ঐহিকা-সুতীর্থা
এমন কি লিখেছেন অরিত্র
এ বিষয়ে অনেকে কিঞ্জল নন্দের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য তৃণমূলের মুখপাত্রের ‘স্ক্রিপটেড’ মন্তব্য নিয়ে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রও কিঞ্জলের ‘অরাজনৈতিক’ শব্দ ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন, “কোনও আন্দোলন কি অরাজনৈতিক হতে পারে?”এবার এই বিতর্কে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব অরিত্র দত্ত বণিক। তিনি ‘রাজনৈতিক’ না ‘অরাজনৈতিক’ এই প্রসঙ্গে একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।অরিত্র লেখেন, “কিঞ্জলদের আন্দোলন রাজনৈতিক, এতে কোনও সন্দেহ নেই। প্রথমত, তাদের দাবির মধ্যে স্বাস্থ্য সচিব বা পুলিশ কমিশনারের অপসারণের দাবি রয়েছে। এটা কোনো NGO-র চেয়ারম্যানের দাবি নয়; বরং এটি একটি রাজনৈতিক বিষয়। দ্বিতীয়ত, মেডিকেল কাউন্সিল বা ইউনিয়নের ভোটের দাবিও ছাত্র রাজনীতি ও স্থানীয় সরকারের রাজনীতির অংশ। তৃতীয়ত, অভয়ার বিচার নিয়ে যে দাবি করা হচ্ছে, সেটাও রাজনৈতিক কারণ বিচার বিভাগ রাজনীতির অংশ।
বিজয়া দশমীতে কোয়েল মল্লিকের আনন্দের বার্তা
তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে সুরক্ষা এবং সিসিটিভির মতো বিষয়গুলোও রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। কারণ এই সিস্টেম সংস্কারের জন্য রাজনৈতিক সংস্কার ছাড়া কিছুই সম্ভব নয়।অরিত্র বলেন, রাজনীতি মানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা মোদীকে আক্রমণ করা নয়; বরং কিঞ্জলরা যে রাজনৈতিক আন্দোলন করছে, তা প্লাটোর ইতিহাসে এবং মিলের লিবার্টিতে উল্লেখিত রয়েছে।