ব্যুরো নিউজ, ৭ জুলাই: কাশ্মীরে সেনা-জঙ্গির গুলির লড়াই। জঙ্গিদের উপস্থিতির খবর মিলতেই শনিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি অভিযান। কুলগাম জেলার মদেরগামে যৌথ অভিযান চালায় সিআরপিএফ জওয়ান ও স্থানীয় পুলিশ। এই অভিযানের খবর মিলতেই সেনাবাহিনীর উপর পাল্টা হামলা চালায় জঙ্গিরা। চলতে থাকে সেনা-জঙ্গি গুলির লড়াই। আর তাতেই নিহত হয় ৪ জঙ্গি। এদিকে কাশ্মীরে ভিন্ন-ভিন্ন জায়গা থেকে দুই জওয়ানের মৃত্যুর খবর মিলেছে।
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET কাউন্সেলিং! কবে হবে কাউন্সেলিং?
কুলগাম জেলার মদেরগামের অভিযানে রুদ্ধশাস গুলির লড়াই চলেতে থাকে সেনা-জঙ্গির। আর তাতেই এক জওয়ান গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
৫৩ বছর পর বিরল যোগ! আজ অর্ধেক রাস্তা গিয়ে থেমে যাবে পুরীর রথ! নেপথ্যে কী কারন?
অন্যদিকে কুলগ্রামে ফ্রিসাল এলাকায় শহিদ আরও এক জওয়ান। ড্রোনের একটি ফুটেজে দেখা যায় সেখানে সেনা- জঙ্গি লড়াইয়ে নিহত হয়েছে চার জঙ্গি। পাশাপাশি এক শহিদ জওয়ানেরও দেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।
তবে এখনও জঙ্গিদের দেহ উদ্ধার করা যায়নি। সেনা বাহিনীর অনুমান এলাকায় এখনও আরও সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। আরও চারজন লুকিয়ে রয়েছে বলে অনুমান সেনাবাহিনীর।