কার্তিক পুজো

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর :বাংলার বিভিন্ন প্রান্তে কার্তিক মাসের শেষ দিনে দেব সেনাপতি কার্তিকের পুজো ঘিরে উৎসবের আয়োজন দেখা যায়। দেবী পার্বতী ও মহাদেবের পুত্র কার্তিককে সঠিক নিয়মে আরাধনা করার রীতি বহুদিন ধরে প্রচলিত। অনেকেই জ্যোতিষ শাস্ত্র মতে মঙ্গল গ্রহের শুভ অবস্থান বজায় রাখতে কার্তিকের পূজা করেন। পঞ্জিকা মতে, যখন সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে। তখনই কার্তিক মাসের শেষ দিনে এই পূজার আয়োজন হয়।

গোবর্ধন পুজোয় ত্রিপুষ্কর ও শশ যোগে সমৃদ্ধি ও সাফল্য লাভের সম্ভাবনা এই ৪ রাশির

কার্তিকের পুজোর সময়, রীতি ও প্রিয় উপচার

কার্তিক পুজোর বিশেষ দিনে সূর্যের রাশি পরিবর্তনে অর্থের জোয়ারে ভাসবে এই ৫ রাশি

২০২৪ সালে কার্তিক পূজা পড়েছে ১৬ নভেম্বর, শনিবার। বিশুদ্ধ পঞ্জিকা ও গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী, এদিনই কার্তিক পূজা উদযাপিত হবে। যা বাঙালি ক্যালেন্ডারে ৩০ কার্তিকের দিন।

২০২৫ সালের মালব্য রাজযোগে এই ৪ রাশির জন্য খুলছে সৌভাগ্যের দরজা

পুজোর সময় দেবতাকে রঙিন ও মনোরম ফুল দিয়ে আরাধনা করা হয়। কার্তিক ঠাকুরের প্রিয় ফুলগুলোর মধ্যে রয়েছে লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চাঁপা ও গাঁদা। তবে তাঁর বিশেষ পছন্দের ফুল রক্ত করবী, যা না পাওয়া গেলে হলুদ বা সাদা করবীও দেওয়া যেতে পারে। পুজোর উপচারে কার্তিক ঠাকুরকে পাঁচটি গোটা ফল নিবেদন করা হয়। পাশাপাশি, ঠাকুরের আরাধনায় শিশুদের খেলনা ও পায়েসের ভোগও দেওয়া যেতে পারে, যা তাঁকে সন্তুষ্ট করার একটি বিশেষ রীতি হিসেবে পালিত হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর