ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভের জন্য প্রতি মাসে ত্রয়োদশী তিথিতে পালন করা হয় প্রদোষ ব্রত। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, প্রদোষ উপবাসে মানসিক শান্তি ও সুখ লাভ হয় জীবনে আসে সমৃদ্ধি। বিশেষত কার্তিক মাসের প্রদোষ ব্রতকে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ এই মাসে এই ব্রত পালনে বিশেষ ফল লাভ হয়।
শ্রীকৃষ্ণের প্রেম উৎসব রাসযাত্রা পালনের সময়সূচী জেনে নিন
প্রদোষ ব্রত পালনের পদ্ধতি ও শুভ সময়:
কার্তিক মাসের প্রদোষ ব্রত এবছর পালিত হবে ১৩ নভেম্বর। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ত্রয়োদশী তিথি শুরু হবে ১৩ নভেম্বর দুপুর ১টা ২ মিনিটে এবং শেষ হবে ১৪ নভেম্বর সকাল ৯টা ৪৪ মিনিটে। ১৩ নভেম্বর সন্ধ্যায় সূর্যাস্তের পর শুরু হবে প্রদোষ কাল এবং এই সময়েই প্রদোষ ব্রতের পূজা করা হবে। যেহেতু এই দিনটি বুধবার, এটি বুধ প্রদোষ ব্রত হিসেবে পরিচিত।
কার্তিক মাসে রাস পূর্ণিমার মহিমা, দেব সেনাপতি কার্তিক ও শ্রীকৃষ্ণের আরাধনায় মেতে উঠবে বাংলা
প্রদোষ ব্রত পালনে সন্ধ্যায় ভগবান শিবের মন্দিরে গিয়ে বা ঘরে শিবলিঙ্গে পূজা করা হয়। প্রথমে পরিষ্কার হয়ে প্রদোষ ব্রতের সংকল্প নিতে হয়। শিবলিঙ্গে জল, দুধ, মধু ও বেলপাতা নিবেদন করতে হয় এবং ভগবান শিবের মন্ত্র জপ করতে হয়। তারপর প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হয় এবং ব্রত শেষ হলে ফলাহার গ্রহণ করা হয়।
প্রদোষ ব্রত পালনের ফলে মানুষের ইচ্ছা পূর্ণ হয় বলে মনে করা হয়। সন্তান লাভে সমস্যার মুখোমুখি হলে, এই ব্রত অত্যন্ত শুভ। শাস্ত্র অনুযায়ী, বুধ প্রদোষ পালন করলে ব্যবসা-বাণিজ্যে উন্নতি হয় এবং বিবাহিত জীবন সুখী হয়। দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা ও বাধা দূর হয় এবং পারিবারিক সম্পর্ক মজবুত হয়।