ব্যুরো নিউজ,২৬ মার্চ : আপনি জানেন কি, সইফের আগে করিনা এক সময় প্রেমিকা ছিলেন হৃতিক রোশনের! হ্যাঁ, সঠিক শুনেছেন। ‘কহো না প্যার হ্যায়’ ছবির শুটিংয়ের সময়ই হৃতিকের মন হারিয়েছিলেন করিনা, যদিও সিনেমার পর্দায় তাদের জুটি হয়ে ওঠেনি। তবে বাস্তব জীবনে একেবারে অন্য গল্প ছিল। রোশনের পরিবারের পক্ষ থেকে করিনাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।
রোশনের পরিবারের সবাই করিনাকে ভীষণ পছন্দ করতেন।
গরমের ছুটিতে কাশ্মীর ঘুরতে যাবেন ভাবছেন ! রইল ৭ দিনের ফাটাফাটি প্ল্যান
করিনা কাপুরের নাম একাধিক নায়কের সঙ্গে জুড়েছিল বলিউডে পা রাখার পর থেকেই । কখনও তুষার কাপুর, কখনও শাহিদ কাপুর—কেন না, তাদের সঙ্গেই সেরা জুটি হিসেবে পরিচিতি পেয়েছিল করিনা। তবে শাহিদের সঙ্গেই করিনার ভবিষ্যত নিযুক্ত হবে, এমনটাই ধরে নিয়েছিল অনেকেই। কিন্তু একদিন হঠাৎ করেই করিনার মন জিতে নেন সইফ আলি খান। তাঁদের মধ্যে গোপনে প্রেম চলছিল এবং অবশেষে করিনা কাপুর সইফের বেগম হয়ে ওঠেন। ২০০০ সালে হৃতিক রোশন ও করিনাকে নিয়ে নানা রকমের আলোচনা শুরু হয়, রোশনের পরিবারের সবাই করিনাকে ভীষণ পছন্দ করতেন।
IPL 2025 রাজস্থানের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, আবহাওয়া কেমন থাকবে কি বলছে বিশেষজ্ঞরা !
এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে করিনা জানান, “হৃতিক এবং আমার মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল, সিনেমার আগে থেকেই। রোশনের পরিবার আমাকে খুব ভালোবাসতেন। তবে প্রেমের গুঞ্জন উঠলেও, আমরা সেটিকে পাত্তা দিইনি। যখন বিয়ের গুঞ্জন উঠেছিল, আমি নিশ্চিত জানতাম যে, হৃতিককে আমি শুধু বন্ধু হিসেবে দেখতাম, আর কিছু নয়। তাই বিয়ের প্রসঙ্গ ছিল অসম্ভব।” সাক্ষাৎকারে হাসতে হাসতে এসব কথা বলেছিলেন করিনা।
লন্ডনে বঙ্গশিল্প সম্মেলনে ব্রিটিশ বণিকদের বাংলায় বিনিয়োগের আহ্বান
করিনা হয়তো সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে এই মন্তব্য করেছিলেন অনেকে এমনটাই মনে করছেন। এই অজানা কাহিনী বলিউডের কিছু গোপন রহস্যের মধ্যে পড়ে। তবে শেষপর্যন্ত, সইফের সঙ্গেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে ।