kanpur-test-drama-virat-kohli

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর :কানপুর টেস্টের চতুর্থ দিনের তৃতীয় সেশনটি ক্রিকেট প্রেমীদের জন্য ছিল সত্যিই স্মরণীয়। ভারত দ্রুত গতিতে রান তুলছিল। সকলেই অপেক্ষায় ছিলেন বিরাট কোহলির একটি বড় ইনিংসের জন্য। কিন্তু হঠাৎই ঘটল এক অনাকাঙ্খিত ঘটনা। ৩৫ বলে ৪৭ রান করে বিরাট আউট হয়ে যান। তবে এই আউট হওয়ার ঘটনা যে খুবই নাটকীয়, তা বলার অপেক্ষা রাখে।

কলকাতা মেট্রোতে তরুণীর নাচের রিল ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলেছে বিতর্কের ঝড় 

ঋষভ পন্থ হাসিমুখে বিরাটকে জড়িয়ে ধরেন

তৃতীয় সেশনের শুরুতেই সাকিব আল হাসান শুভমন গিলের উইকেট তুলে নেন। এরপর কোহলি ৫ নম্বরে ব্যাটিংয়ে নামেন। ১৯তম ওভারে একটি রান আউট হওয়ার সম্ভাবনার মুখোমুখি হন বিরাট। খলিদ আহমেদের বলের দিকে সিঙ্গল নিতে চেয়েছিলেন।  কিন্তু ঋষভ পন্থ প্রাথমিকভাবে সাড়া দিয়ে বললেন বিরাটকে চলে যেতে। তখন বিরাট পিচের মাঝখানে চলে এসেছিলেন। খলিদ স্টাম্পে বল ছুঁড়তে গিয়ে ব্যর্থ হন। ফলে বিরাট রান আউট হননি।

জুনিয়ার চিকিৎসকদের প্রতিবাদে উত্তাল কলকাতা, নিরাপত্তার দাবিতে মশাল মিছিল

এমন পরিস্থিতিতে বিরাটের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। পরে উইকেট না হারানোর ফলে সবকিছু বদলে যায়। সেই মুহূর্তে ঋষভ পন্থ হাসিমুখে এগিয়ে এসে বিরাটকে জড়িয়ে ধরেন। সম্ভবত ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে। তাদের মধ্যে সেই হাসির মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

চলতি বছরের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির স্বীকৃতি পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

লিটন দাস খলিদ আহমেদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন, কারণ সহজ রান আউটটি যে ভাবে মিস করেছেন খলিদ, তা বাংলাদেশ শিবিরের জন্য হতাশার বিষয়। সব মিলিয়ে কানপুরের এই টেস্ট ম্যাচে নাটকীয়তার ছোঁয়া যেন ক্রিকেট প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর