ব্যুরো নিউজ, ৫ এপ্রিল: কঙ্গনা-আলিয়ার বিতর্কিত আলোচনা কোনো নতুন ঘটনা নয় বলিউডে। রণদীপ হুডাও এবার যোগ দিলেন সেই চর্চায়। আপনাদের জানিয়ে রাখি, একটি সমীক্ষায় সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড এর জন্য চার বছর আগে নমিনেশনে আসে দু’টি নাম, কঙ্গনা ও আলিয়া। দর্শকদের নজর কেড়েছিল ‘গাল্লি বয়’ ছবিতে রণবীর সিংহের বিপরীতে আলিয়ার অভিনয়। অপরদিকে, বেনজির সাফল্যও ছিল চোখে পড়ার মতো বক্স অফিসে। অন্যদিকে, কঙ্গনা অভিনীত ‘মণিকর্ণিকা’ ছবি নিয়েও কম বিতর্ক হয়নি।
‘যার বিয়ে সে নিজেই পুরোহিত’ মাথাভাঙায় নির্বাচনী সভা থেকে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
কঙ্গনা অভিনীত ‘মণিকর্ণিকা’ ছবি নিয়েও কম বিতর্ক হয়নি
কঙ্গনার খাতে ৩৭ শতাংশ ভোট মেলে সমীক্ষায়। ৩৩ শতাংশ আলিয়ার খাতে। জয় নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা অসন্তোষ প্রকাশ করেন। আলিয়ার মতো মধ্যমানের অভিনেত্রীর সঙ্গে কেন তাঁকে তুলনা করা হল, অভিনেত্রী এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। এই প্রসঙ্গে সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণদীপ হুডা বললেন, “এক জন সহ-অভিনেতা বা সহকর্মীকে এ ভাবে আক্রমণ করা খুবই অপ্রীতিকর ঘটনা। শুধুমাত্র নিজের না পাওয়ার কারণে, যদিও আমি মনে করি আপনি অনেক কিছু পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে।”
এখানেই শেষ নয়, এই বিষয়ে অভিনেতা আরও বলেন, “আমার মনে হয়েছে এ ক্ষেত্রে আলিয়ার পাশে দাঁড়ানো উচিত। তাই আমি সেটাই করেছি। আমার মনে হয়, আলিয়া সব সময় চেষ্টা করে।” রণদীপের কথায়, কঙ্গনা প্রতি বার অন্যায় ভাবে আলিয়াকে আক্রমণ করে থাকেন। তবে ঘটনা নিয়ে আলিয়া ভট্টের মুখে কুলুপ। পুরো বিষয়টিকে উপেক্ষা করাই সমীচীন মনে হয়েছে অভিনেত্রীর।