ব্যুরো নিউজ, ১৭ জুন: শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। তখনই পেছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। একেবারে দুমড়ে মুচড়ে যায় রেলের বগি। একটি বগি ইঞ্জিনের ওপর এমনভাবে উঠে গিয়েছে যে সেই বগির ভেতরে কেউ আটকে আছে কি না তাও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে রেলের তরফে খবর মিলেছে। দুর্ঘটনায় মাল গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।
ইন্ডোর প্ল্যান্টের কথা ভাবছেন? দেখে নিন কোন গাছগুলি অবশ্যই রাখবেন
আগরতলা থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে কিছু দূর এগিয়ে রাঙাপানি এলাকায় পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জানা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাড়িয়ে থাকার সময় পেছন থেকে মালগাড়ির ধাক্কায় ছিটকে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি। ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত কমপক্ষে ৪১ জন। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
দুমড়ে মুচড়ে গিয়েছে অসংরক্ষিত কামরা। জানা যাচ্ছে সেখানে প্রচুর যাত্রীর ভিড় ছিল ফলে, অসংরক্ষিত সেই কামরায় প্রচুর যাত্রী আটকে রয়েছে। এখনও পর্যন্ত ২০ জন আহতকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অ্যাম্বুলেন্সে করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই রেলের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।