kanchan mallick on anik dutta issue

ব্যুরো নিউজ, ২ জুন : কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটার চিত্র পরিচালক অনীক দত্ত। ভোট দিয়ে ফেরার পথে হেনস্থার শিকার হন পরিচালক। তিনি জানান, ভোট দিয়ে ফেরার সময় আশপাশ থেকে ৩০-৪০ জন খেলা হবে, খেলা হবে স্লোগান দিতে দিতে তাঁর দিকে ধেয়ে আসে। পরিচালকের এও অভিযোগ যে, তাঁকে বিভিন্নভাবে হুমকি ও গালিগালাজ করা হয়। তিনি জানান তাঁকে হুমকি দিয়ে বলা হয়, জলে থেকে কুমিরের সঙ্গে লাগতে এসো না। মেরে পুঁতে দেওয়া হবে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে।

‘সর্বদা জাতির সেবায় নিয়োজিত থাকব’, মোদী

এদিকে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিম সকাল থেকেই একাধিক অভিযোগ করেছেন। তিনি বারবার বলেছেন যে তাঁদের এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছেনা। আর তাঁরই কেন্দ্রে পরিচালক অনীক দত্তকে হেনস্থার অভিযোগ উঠে আসে। এছাড়াও তিনি মদ্যপ অবস্থায় ভোট দিতে এসেছেন বলেও শোনা যায়।

BJP Helpline

আদালতে হাজিরা এড়িয়েও নিস্তার নেই! মামলার চার্জ গঠনের আগেই সিআইডি-র হাতে কয়লা মাফিয়া জয়দেব মণ্ডল

তবে এই ঘটনায় তারকা মুখ তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রতক্রিয়া জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে সাফ জানান, তাঁর কোনও প্রতক্রিয়া নেই। বিধায়ক এও বলেন, “খেলা হবে নাকি হয়ে গিয়েছে সেটা একেবারেই আমার লুকআউট নয়। কে ওঁর কানের পাশে কী বলল, সেটা উনি কীভাবে নেবেন, এ নিয়ে আমি কী বলতে পারি? আমি আজ ভোট দিতে গিয়েছি। শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়ে এসেছি।

ভোট মিটলেও অব্যাহত বোমা-বারুদের ‘সন্ত্রাস’! ভোট গণনার আগে অশান্তির আশঙ্কা মুর্শিদাবাদে!

প্রসঙ্গত, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটার পরিচালক অনীক দত্ত জানান, বুথের বাইরে তৃণমূলের কর্মীরা একাধিক ক্যাম্প করে বসেছে। বসার জায়গায় কেন এতো ক্যাম্প করা হয়েছে তিনি সেই প্রশ্ন তুলতেই তাঁকে হেনস্থা হতে হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর