ব্যুরো নিউজ ১৪ অক্টোবর :লাগাতার অনশনের জেরে একাধিক জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রাতে অবস্থান মঞ্চ থেকে হাসপাতালে ভর্তি করা হয় পুলস্ত্য আচার্যকে। আর এবার জানা গেল, সকালে অসুস্থ হয়ে পড়েছেন আরও এক জুনিয়র ডাক্তার, তনয়া পাঁজা। যদিও তিনি হাসপাতালে ভর্তি হতে নারাজ এবং অবস্থান মঞ্চে থেকে অনশন চালিয়ে যেতে চান।
বৃহস্পতির শুভ যোগ সূর্যের রাশি পরিবর্তনে ৩ রাশির সৌভাগ্যের বার্তা
তনয়ার শারীরিক অবস্থা কেমন আছে এখন
রিপোর্ট অনুযায়ী, তনয়ার রক্তচাপ কমে গিয়ে ৯৮/৭০ হয়ে গেছে। এদিকে, তার নাড়ির গতি ৭৮ এবং ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ (সিবিজি) ৬৩ রিপোর্ট করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সিবিজি ৬০-এর নীচে নেমে গেলে তা উদ্বেগের কারণ হতে পারে, কারণ এতে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।এই অবস্থায় তনয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। তনয়া মেডিক্যাল কলেজের ইএনটি (নাক, কান, গলা) বিভাগের সিনিয়র রেসিডেন্ট। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার জানিয়েছেন, “অনশনকারী চিকিৎসকের মাথা ঘুরছে। আপাতত তিনি অবস্থান মঞ্চেই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন।”
ভারত বাংলাদেশ নয়, বিশ্বের সবচেয়ে বেশি ভাত খান কোন দেশ ? জানেন কি
জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলতে থাকায় তাদের শারীরিক স্বাস্থ্যের উপর চাপ পড়ছে। এই পরিস্থিতিতে তারা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন। তনয়া সহ অন্যদের দ্রুত সুস্থতার জন্য সবাই প্রার্থনা করছেন।