ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :টানা অনশনের ফলে ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর। বৃহস্পতিবার গভীর রাতে তাকে আরজি কর হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, অনিকেতের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। পুলিশের পক্ষ থেকে অনিকেতকে হাসপাতালে নেওয়ার জন্য রাস্তায় গ্রিন চ্যানেল তৈরি করা হয়। যাতে দ্রুত অ্যাম্বুল্যান্সের যাত্রা সম্পন্ন হয়।
চিকিৎসকদের গ্রেফতারের ঘটনায় বিতর্ক তুঙ্গে
অনশন প্রত্যাহার করার চিঠি দেওয়া হয় অনিকেতকে
বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা আবহাওয়া দপ্তরের
গত শনিবার ১০ দফা দাবিতে ৬ জন জুনিয়র ডাক্তার অনশনে বসেন। রবিবার তাদের সঙ্গে যোগ দেন অনিকেত। যার ফলে তিনি টানা অনশনের মধ্যে পড়েন। দিনকে দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গতকাল কলকাতা পুলিশের তরফে অনিকেতকে অনশন প্রত্যাহার করার জন্য চিঠি দেওয়া হয়।
এদিকে, এসএসকেএম হাসপাতাল থেকে চার সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে অনশনকারীদের চিকিৎসার জন্য। চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছেন, অনিকেতের শরীরে কিটোন বডির উপস্থিতি দেখা যাচ্ছে, যার পরিমাণ ৩+। এই অবস্থায় কিটোন বডি বাড়তে থাকলে কোমায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ধর্মতলায় যানজট, পুলিশ এবং জুনিয়র ডাক্তারদের সংঘর্ষ
রাতের দিকে অনিকেতের অবস্থার আরও অবনতি হলে, দ্রুত অ্যাম্বুল্যান্স নিয়ে যাওয়া হয় ধর্মতলায় অনশন মঞ্চের কাছে। রাস্তায় কোনও অসুবিধা না হওয়ার জন্য পুলিশ গ্রিন চ্যানেল তৈরি করে। অবশেষে তাকে সিসিইউ-তে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরিস্থিতির ওপর নজর রাখছেন। চিকিৎসকদের আশঙ্কা, যদি দ্রুত চিকিৎসা না করা হয়। তাহলে তার অবস্থা গুরুতর হতে পারে।অনশনের এই পরিস্থিতি চিকিৎসক সমাজে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। অনিকেতের দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনা চলছে।