ব্যুরো নিউজ,২০ নভেম্বর:কিছুদিন আগে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি একটি সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন জোকা–এসপ্ল্যানেড মেট্রো রুটের মধ্যে এসপ্ল্যানেডে প্রস্তাবিত স্টেশন নির্মাণের জন্য সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় প্রকল্পে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। এবার সেই জট কেটে গেছে। এখন এই প্রকল্পের কাজ এগিয়ে চলবে কলকাতা মেট্রোর পথ আরও সহজ ও দ্রুত হবে।
‘বন্দে ভারত’ এক্সপ্রেসে বাবার অদ্ভুত যাত্রা ট্রেনের দরজা বন্ধ, দিল্লি পৌঁছে জরিমানা!
ধর্মতলায় তিনটি মেট্রো লাইনের সংযোগস্থলের অনুমতি
‘ইউরোপের খাবার একদম ভাল লাগে না, সবগুলোই একদম বিস্বাদ’ এ কি বললেন সুস্মিতা সেনের!
এই অনিশ্চয়তা কাটানোর জন্য কলকাতা মেট্রো কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি পাঠিয়েছিল। এরপর প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে এবং ধর্মতলায় তিনটি মেট্রো লাইনের সংযোগস্থল তৈরির অনুমতি দেয়। এর ফলে মেট্রো প্রকল্পের কাজ আবারও স্বাভাবিক গতিতে চলবে। জানা গেছে, ধর্মতলার সরকারি বাসস্ট্যান্ড এবং বিধানচন্দ্র রায় মার্কেট অন্যত্র স্থানান্তরিত হবে। এই প্রক্রিয়া বাস্তবায়নে সোমবার একটি যৌথ পরিদর্শনও অনুষ্ঠিত হয়, যেখানে রেল, মেট্রো, কলকাতা পুরসভা, পরিবহণ দফতর, লালবাজারসহ অন্যান্য দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দূষণের বিষে দমবন্ধ,দিল্লি-কলকাতার বাতাসে সিগারেটের সমান ধোঁয়া
ধর্মতলার বাসস্ট্যান্ড রানি রাসমণি রোডে স্থানান্তরিত হবে। যেখানে বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। বিশাল জায়গা নিয়ে প্রস্তাবিত বাসস্ট্যান্ড তৈরি হবে। বিধানচন্দ্র রায় মার্কেট মাউন্টেড পুলিস ও কলকাতা প্রেস ক্লাবের সামনে নতুন জায়গায় স্থানান্তরিত হবে। বর্তমানে যেখানে বিসি রায় মার্কেট রয়েছে। সেখানে তৈরি হবে জংশন স্টেশনের যাত্রী ওঠানামার গেট। এই নতুন গেটের মাধ্যমে নর্থ–সাউথ, ইস্ট–ওয়েস্ট এবং জোকা–এসপ্ল্যানেড এই তিনটি মেট্রো রুট ধর্মতলায় সংযুক্ত হবে। এর ফলে যাত্রীরা সাবওয়ের মাধ্যমে তিনটি রুটের মধ্যে নির্বিঘ্নে পরিবর্তন করতে পারবেন।