J&K 3 Terrorist Killed

ব্যুরো নিউজ, ৯ মে: ৪০ ঘণ্টার দুঃসাহসিক অভিযান! খতম ৩ ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি।

রাজভবনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন রাজ্যপাল, তা দেখতে পারবেন আপনিও, জারি হল বিবৃতি

গত ৭ মে থেকে শুরু হয় অভিযান। জম্মু-কাশ্মীরের কুলগামে যৌথ অভিযানে নামে ভারতীয় সেনার চিনার কর্পস ও পুলিশ। প্রায় ৪০ ঘণ্টার সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হত ৩ মোস্ট ওয়ান্টেড জঙ্গি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা জঙ্গিও নিহত হয়েছে। যিনি লস্কর-ই-তৈবার কমান্ডার ছিলেন। এছাড়াও উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র।

BJP Helpline

গোপন সূত্রে খবর পেয়েই দক্ষিণ কাশ্মীরের কুলগামের রেওয়ানি পাভিন এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে লস্কর-ই-তৈবার সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের কম্যান্ডার বাসিত আহমেদ দরকে খতম করা হয়। জানা গিয়েছে এই বাসিত আহমেদ সেনা ও সাধারণ নাগরিকদের  হত্যার সঙেও যুক্ত ছিল। এছাড়াও এই অভিযানে আরও দুই জঙ্গি মোমিন গুলজার ও ফহিম আহমেদ বাবা নিহত হন। এদের বিরুদ্ধে ১৮টিরও বেশি হত্যা মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর