ব্যুরো নিউজ,১২ নভেম্বর:ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন সোমবার প্রচারের মাধ্যমে শেষ হয়েছে। বুধবার, ১৫ নভেম্বর, এই রাজ্যের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৬৮৩ জন প্রার্থীর এবার প্রথম দফার ভোটে ভাগ্যপরীক্ষা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে ১৫,৩৪৪টি বুথে, যেখানে মোট ১ কোটি ৩৭ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।প্রথম দফার ভোটগ্রহণের পর, ২০ নভেম্বর দ্বিতীয় দফায় বাকি ৩৮টি কেন্দ্রে নির্বাচন হবে। ভোটগণনা অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, মহারাষ্ট্রের ভোটগণনার সঙ্গে একসঙ্গে।
রাজনীতির উত্তাপ তুঙ্গে
ঝাড়খণ্ডে বেশ কিছু মাওবাদী প্রভাবিত এলাকা থাকায়, নির্বাচন কমিশন প্রথম দফার ভোটের জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নির্বাচনের দিনেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার প্রচারে ঝাড়খণ্ডে যাবেন। এই প্রসঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার রাজ্য সফরে এসে বলেন, ‘এ বারের নির্বাচনে প্রধান বিষয় হলো বাংলাদেশি অনুপ্রবেশ।’ এবারের নির্বাচনে বিজেপির শক্তিশালী প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন (সেরাইকেলা), তার পুত্র বাবুলাল (ঘাটশিলা), প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী গীতা কোড়া (জগনাথপুর) এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা (পোটকা)। বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমাও নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কানাডার মন্দিরে খলিস্তানি হামলা, আতঙ্কে বাতিল হিন্দু ক্যাম্প
এদিকে কংগ্রেসের প্রার্থী হিসেবে এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস কর্মকর্তা অজয় কুমার (জামশেদপুর পূর্ব) এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য রামেশ্বর ওরাওঁ (লোহারডাগা) প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন।ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট সামনে আসতেই রাজনীতির উত্তাপ তুঙ্গে।