ঝাঁসি মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডে

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১০ সদ্যোজাত শিশু। শুক্রবার রাতে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও। প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাতে হাওড়া ব্রিজ বন্ধ! যাতায়াতের বিকল্প রুট জেনে নিন

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ১০টা নাগাদ এনআইসিইউ-তে আগুন লেগে চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে শুরু হয় হুড়োহুড়ি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাচ ভেঙে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেন। এরপর দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

জাঁকিয়ে শীতের অপেক্ষায়! কলকাতায় তাপমাত্রা নামবে আরও

ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানান, ‘শিশুদের দুটি ইউনিটের মধ্যে একটিতে আগুন লাগে। সামনের দিকে থাকা ৩৭টি শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তবে পেছনের দিকে থাকা শিশুগুলিকে উদ্ধার করা যায়নি। এই দুর্ঘটনায় ১০ সদ্যোজাতের মৃত্যু হয়েছে।’

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত শিশুদের পরিবারগুলিতে। কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। এক শোকাহত মা বলেন, ‘ আমার সন্তান আগুনে পুড়ে মারা গেছে।’ হাসপাতালে উত্তেজিত পরিবেশ তৈরি হয়।

হাওড়া স্টেশনে বেআইনি সোনার কারবার! ধৃত ব্যক্তি পুলিশের জালে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ঝাঁসির মেডিক্যাল কলেজে সদ্যোজাত শিশুদের মৃত্যু হৃদয়বিদারক। আহত শিশুদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর