nda partners demands

ব্যুরো নিউজ, ৭ জুন: সরকার গঠনের আগেই ‘অগ্নিপথ প্রকল্প’ পুনর্বিবেচনার দাবি নীতীশের দলের। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ প্রকল্প’ এনেছিল বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকার। আর এবার এনডিএ তৃতীয়বার সরকার গথনের আগে সেই ‘অগ্নিপথ প্রকল্প’ নিয়েই প্রশ্ন তুলল এনডিএ-র শরিক দল জেডি(ইউ)।

নীতীশ-নাইডু নয়, এই সাংসদদের সমর্থনেও ঘটতে পারে বড় বদল! বদলাতে পারে INDIA-NDA-র ‘খেলা’

২০২২ সালে ‘অগ্নিপথ প্রকল্প’ আনে মোদী সরকার। সাংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিরোধীদের আপত্তি সত্ত্বেও পাশ হয় ‘অগ্নিপথ’। ম্যাট্রিক পাস করেই এই প্রকল্পের আওতায় সেনা, নৌবাহিনী ও বিমান বাহিনীতে মিলবে নিয়োগ। তবে তা মাত্র চার বছরের জন্য। আর সে বছরই সেপ্টেম্বর থেকে গোটা দেশে চালু করা হয় ‘ অগ্নিপথ’।

BJP Helpline

২০১৪ ও ২০১৯-এর মত একক সংখ্যাগরিষ্ঠতা পেলে তো কোনও কথাই ছিল না। কিন্তু বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গড়তে ভরসা সেই জোটের শরিকরাই। এদিকে এনডি জোটের অন্যতম চা’লিকাশক্তি’ নীতীশ কুমারের জেডি(ইউ)। আর সরকার গড়ার আগে সেই জেডি(ইউ)-ই অগ্নিপথ প্রকল্প বদলের দাবি জানাল। এছাড়াও ‘এক দেশ, এক ভোট’ এবং ‘অভিন্ন দেওয়ানি বিধি’ও পর্যালোচনা করার দাবি জানায় জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর