ব্যুরো নিউজ ৭ নভেম্বর : পূর্ব রেল এবার দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও যাত্রীদের জন্য অতিরিক্ত ট্রেন চালানোর ঘোষণা করেছে। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর সময় বাড়তি যাত্রী চাপ সামাল দিতে এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে হাওড়া শাখায় মোট দশটি বিশেষ ট্রেন চলবে। ৮ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়ে এই বাড়তি ট্রেন পরিষেবা চলবে ১২ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত।
বয়স কমাতে ১৬ কোটি টাকা খরচ করলেন আমেরিকার ধনকুবের। দেখে নিন কে ?
ট্রেনগুলির সময়সূচি প্রকাশ করা হয়েছে
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে আলোকসজ্জার জন্য দূরদূরান্ত থেকে দর্শকরা আসেন, যা ভিড়কে কয়েকগুণ বাড়িয়ে দেয়। অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে হাওড়া-ব্যান্ডেল শাখায় বিকেলের পর থেকে পাঁচ জোড়া আপ-ডাউন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-ব্যান্ডেল ও হাওড়া-বর্ধমান শাখার ট্রেনগুলির সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কতটা ব্যয়বহুল? জানুন আজকের হালহকিকত
হাওড়া থেকে চন্দননগরের উদ্দেশ্যে ট্রেনগুলি ছাড়বে:
- বিকেল ৫:২০, সন্ধ্যা ৭:৫৫, রাত ৮:৩৫, রাত ১১:৩০, এবং রাত ১২:৩০
ব্যান্ডেল থেকে হাওড়ার জন্য ট্রেন ছাড়বে:
- সন্ধ্যা ৬:৩৫, রাত ৯:২০, রাত ৯:৫৫, রাত ১টা, এবং রাত ২টা
হাওড়া থেকে বর্ধমানের জন্য বিশেষ ট্রেন ছাড়বে রাত ১:১৫-এ। বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে একটি ট্রেন পাওয়া যাবে রাত ১০:৩০-এ।বিশেষত ১২ তারিখ, বিসর্জনের দিনে অতিরিক্ত ভিড়ের জন্য আরও বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কিছু লোকাল ট্রেনের রুট পরিবর্তন করে সেই চার দিন হাওড়া-মশাগ্রাম লোকাল ট্রেন বর্ধমান পর্যন্ত যাবে।