ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: IPL-এর আগে মা আম্বের মন্দিরে মাহি
আইপিএলের আগে মা আম্বের কাছে ক্যাপ্টেন কুল। শুরু হয়ে গিয়েছে আইপিএলের তোরজোর। চলতি মাসের ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকাকোলা এরিনায় বসবে মিনি নিলামের আসর। সেই মতোই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এক দিকে বিলাসিতা, অন্যদিকে বঞ্চনা!
ইতিমধ্যেই দল গোছাতে শুরু করেছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা, মহেন্দ্র সিং ধোনিকে ধরে রেখেছে তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। এবার সেই চেনা চেন্নাই সুপার কিংস-এর হলুদ জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতাবেন মাহি। তার আগে ভগবানের দরবারে পৌঁছলেন ক্যাপ্তেন কুল।
রাঁচির মা আম্বের মন্দিরে দেখা গেল মাহিকে। ধোনির ফ্যান সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। এক ফ্যানের সঙ্গে ছবিও তুলতে দেখা যায় তাঁকে। আর তা নিয়েই মেতে উঠেছেন ধোনির ফ্যানেরা। ইভিএম নিউজ