IPAC vs ED Kol HC

ব্যুরো নিউজ, ৯ই জানুয়ারী ২০২৬ : ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে আইপ্যাক (I-PAC) অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে আইপ্যাক দফতর এবং সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিযানের পর এবার আইনি লড়াই গড়াল কলকাতা হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আজ শুক্রবার তিনটি পৃথক মামলার শুনানি হতে চলেছে।

হাইকোর্টে ইডির বিস্ফোরক দাবি

ইডি-র পক্ষ থেকে হাইকোর্টে দায়ের করা মূল পিটিশনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সাংবিধানিক পদের অপব্যবহার’ এবং ‘তদন্তে বাধা দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি:

  • তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং প্রতীক জৈনের বাসভবন এবং আইপ্যাক অফিসে ঢুকে তদন্তকারী অফিসারদের বাধা দিয়েছেন।

  • অভিযানের মাঝপথেই মুখ্যমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্ড ডিস্ক, ইলেকট্রনিক ডিভাইস এবং নথিপত্র জোরপূর্বক নিজের হেফাজতে নিয়ে বেরিয়ে যান।

  • এই ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইডি আদালতের হস্তক্ষেপ এবং সিবিআই (CBI) তদন্তের দাবি জানিয়েছে।

    ইডি জানিয়েছে, এই তল্লাশি কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং কয়লা পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ২০ কোটি টাকার হাওলা লেনদেনের তদন্তের স্বার্থে চালানো হয়েছিল।

তৃণমূল ও আইপ্যাক-এর পাল্টা চ্যালেঞ্জ

অন্যদিকে, আইপ্যাক-এর প্রতীক জৈন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটি আলাদা মামলা করা হয়েছে। তৃণমূলের অভিযোগ:

  • ২০২৬-এর নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল, গোপন নথিপত্র এবং প্রার্থীদের তালিকা চুরি করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে।

  • আইপ্যাক কোনো ব্যক্তিগত সংস্থা নয়, বরং তৃণমূলের অনুমোদিত রণকৌশল নির্ধারক সংস্থা। কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে ভোটারদের তথ্য (SIR সংক্রান্ত নথি) হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি।


মুখ্যমন্ত্রীর লড়াই ও পথে নামছে ঘাসফুল শিবির

বৃহস্পতিবারই প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, “দলের হার্ড ডিস্ক আর প্রার্থী তালিকা দেখা কি ইডির কাজ? নোংরা রাজনীতি করার জন্য এই এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে।”

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলটি দক্ষিণ কলকাতার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে হাজরা মোড় পর্যন্ত যাবে। মুখ্যমন্ত্রী নিজেই এই মিছিলের নেতৃত্ব দেবেন।

IPAC ED RAID : ভোটের আগেই উত্তপ্ত কলকাতা: ইডি বনাম মমতা সংঘাত আই-প্যাক দপ্তর ঘিরে


বিরোধী শিবিরের প্রতিক্রিয়া

রাজ্যের এই নজিরবিহীন সংঘাত নিয়ে সরব হয়েছে বিরোধীরাও। সিপিআইএম নেতা মহম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, “তদন্তে বাধা দিলে ইডির উচিত ছিল মুখ্যমন্ত্রীকে আটক করা, মামলা করা নয়।” অন্যদিকে, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তথ্যপ্রমাণ লোপাট করতেই নিজে উপস্থিত হয়ে ফাইল সরিয়ে ফেলেছেন।

এখন সব নজর বিচারপতি শুভ্রা ঘোষের রায়ের দিকে। আইপ্যাক-এর অফিস থেকে সরিয়ে নেওয়া নথিগুলোর ভবিষ্যৎ কী হবে এবং কেন্দ্রীয় সংস্থার তদন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে আদালত কী নির্দেশ দেয়, তার ওপরই নির্ভর করছে আগামী কয়েক দিনের রাজ্য রাজনীতির গতিপ্রকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর