ব্যুরো নিউজ  ৪ জুন : ইরানে গত মাসে নিখোঁজ হওয়া পাঞ্জাবের তিন ভারতীয় যুবককে তেহরান পুলিশ সফলভাবে উদ্ধার করেছে। ভারতীয় দূতাবাসের সক্রিয় ভূমিকা এবং ইরানি কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে এই উদ্ধার অভিযান সফল হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস বুধবার (৪ জুন, ২০২৫) এই খবর নিশ্চিত করেছে। জানা গেছে, কাজের সন্ধানে অস্ট্রেলিয়া যাওয়ার পথে এই যুবকদের অপহরণ করা হয়েছিল এবং তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছিল।


ঘটনার সূত্রপাত ও নিখোঁজ হওয়ার খবর

পাঞ্জাবের সাঙ্গরুর, নওয়াশহর এবং হোশিয়ারপুরের বাসিন্দা হুশনপ্রীত সিং, জসপাল সিং এবং অমৃতপাল সিং নামের এই তিন যুবক গত ১ মে কাজের উদ্দেশ্যে দিল্লি থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে পৌঁছান। তাদের পরিবার সূত্রে জানা যায়, পাঞ্জাবের এক স্থানীয় ট্র্যাভেল এজেন্ট দুবাই ও ইরান হয়ে অস্ট্রেলিয়ায় ভালো বেতনের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল। ইরানে তাদের সাময়িকভাবে থাকার ব্যবস্থাও করার কথা ছিল। তবে, মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর থেকেই তারা নিখোঁজ হয়ে যান এবং ১ মে’তেই তাদের অপহরণের বিষয়টি তেহরান পুলিশকে জানানো হয়।

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত: ছাড়াল জাপানকে


অপহরণ, মুক্তিপণ দাবি ও যোগাযোগ বিচ্ছিন্নতা

নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ। অপহরণকারীরা তাদের হাত দড়ি দিয়ে বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন সহ ছবি ও ভিডিও পরিবারের কাছে পাঠিয়েছিল, যা অত্যন্ত উদ্বেগজনক ছিল। প্রথম কয়েকদিন অপহৃতরা অপহরণকারীদের ফোন থেকে পরিবারের সঙ্গে কথা বলতে পারলেও, গত ১১ মে থেকে তাদের সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। যে এজেন্ট এই যুবকদের ইরানে পাঠিয়েছিল, ঘটনার পর থেকেই সে পলাতক। পরিবার তার বিরুদ্ধে স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করেছে।


দূতাবাসের সক্রিয়তা ও উদ্ধার অভিযান

ঘটনা জানার পর তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সক্রিয়ভাবে বিষয়টি ইরানি কর্তৃপক্ষের কাছে উত্থাপন করে। গত ২৯ মে, ভারতে অবস্থিত ইরানি দূতাবাস একটি বিবৃতিতে জানায় যে তারা প্রায় এক মাস আগে তেহরানে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাগরিকের বিষয়টি তদন্ত করছে। ভারতীয় দূতাবাস নিখোঁজদের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছিল এবং তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিচ্ছিল। তেহরান-ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সি (Tasnim news agency) জানিয়েছে, তেহরান পুলিশের একটি সুনির্দিষ্ট অভিযানে দক্ষিণ তেহরানের ভারামিন (Varamin) এলাকা থেকে অপহৃত তিন ভারতীয় যুবককে উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা পুলিশি অভিযানের সময় ধরা পড়েছে বলেও জানা গেছে।

আলিপুরদুয়ারের জনসভায় মোদীর বার্তা : ‘নির্মম সরকার’কে উপড়ে ফেলে ‘অপারেশন পশ্চিমবঙ্গ’র ডাক!

ভারতে অবস্থিত ইরানি দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে নিশ্চিত করেছে: “তেহরান পুলিশ তিন নিখোঁজ ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে।” দূতাবাসে জানানো হয়েছে যে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই মামলাটি অনুসরণ করছিল। উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের মা জানিয়েছেন, তার ছেলে এবং অন্য দু’জনকে ১ মে অপহরণ করা হয় এবং অপহরণকারীরা মুক্তিপণের দাবিও করেছিল। উদ্ধার হওয়া যুবকদের বর্তমানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং অপহরণকারীদের গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

এই ঘটনা আবারও অবৈধ অভিবাসন এবং আন্তর্জাতিক মানব পাচারের ঝুঁকির বিষয়টি সামনে আনল। ভারতীয় দূতাবাস এবং ইরানি কর্তৃপক্ষের সময়োপযোগী পদক্ষেপে তিন ভারতীয় যুবক নিরাপদে উদ্ধার হওয়ায় তাদের পরিবারে স্বস্তি ফিরে এসেছে।


বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর