ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: ফের আমেরিকায় মৃত্যু হলো এক ভারতীয় পড়ুয়ার। জানা গিয়েছে, মৃতের নাম সমীর কামাথ। তাঁর বয়স ২৩ বছর। সে ইন্ডিয়ানা প্রদেশের পারডু বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরেটের ছাত্র ছিল। সোমবার সন্ধ্যায় একটি পার্ক থেকে তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে।
আমেরিকায় মৃত ভারতীয় পড়ুয়া
উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতীয় বংশোদ্ভূত ছাত্র নীল আচার্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকেই। গোটা ঘটনার তদন্তে নেমেছে মার্কিন পুলিশ।
বাজারে অগ্নিমূল্যে বিকচ্ছে রসুন | মধ্যবিত্তের পকেটে টান
তাঁরা জানিয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পার্কের থেকে সমীরের দেহ উদ্ধার হয়েছে। ২০২৩ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পরই মার্কিন নাগরিকত্ব নিয়েছিল সমীর। বিদেশের মাটিতে একের পর এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। এর নীল ও সমীর ছাড়াও বিদেশের মাটিতে প্রান হারিয়েছে ১৯ বছরের ও ১৬ বছরের দুই ভারতীয় পড়ুয়া। ইভিএম নিউজ