indian-railways-festival-travel-tickets

ব্যুরো নিউজ, ৫ অক্টোবর :উৎসবের মরশুম এসে গেছে। আর দুর্গাপুজো, দীপাবলি, ভাইফোঁটা, এবং বড়দিনের ছুটির জন্য মানুষজন সাধারণত পরিবারে ফিরতে কিংবা ঘুরতে বের হন। ফলে দূরপাল্লার ট্রেনগুলিতে প্রচুর ভিড় দেখা যায় এবং রিজার্ভেশন তো দূর, শেষ মুহূর্তে টিকিট পাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে এবারে ভারতীয় রেলওয়ে এই সমস্যার সমাধানে বড় সিদ্ধান্ত নিয়েছে।

লোহিত সাগরে হাউথিদের ভয়াবহ হামলা, ব্রিটিশ জাহাজে আছড়ে পড়ল মিসাইল

টিকিটের সমস্যা থেকে মুক্তি

দক্ষিণ-পূর্ব রেলওয়ে উৎসবের ভিড় সামলানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। ট্রেনের সংখ্যা বাড়ানো এবং অতিরিক্ত কোচ সংযোজনের মাধ্যমে যাত্রীদের সেবা বৃদ্ধি করা হবে। আগামী ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে হাওড়া-জগদ্দলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে অতিরিক্ত একটি স্লিপার কোচ বসানো হবে।

পুজোর গান ‘ঢ্যাং কুড়াকুড়’-এ ফিরলেন মিঠুন-দেবশ্রী

এছাড়া, ৩ অক্টোবর থেকে ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিভিন্ন এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত স্লিপার কোচ যোগ হবে। যেমন, টাটানগর-যশবন্তপুর, রাউরকেল্লা-জয়নগর এবং রাঁচি-আরা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এই সুবিধা থাকবে। উৎসবের মরশুমে এবার যাত্রীরা নিশ্চিন্তে এবং নির্ভয়ে টিকিট পেতে পারেন। উৎসবের আনন্দ নিতে প্রস্তুত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর