Indian Hajis facility

ব্যুরো নিউজ, ২৮ মে : প্রতিবছর নানা দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরবে আসেন হজ করতে। আর এবারও হজযাত্রীরা ভিড় জমিয়েছেন। তবে এবার ভারতীয় হজযাত্রী দের জন্য করা হল বিশেষ ব্যবস্থা। 

দুর্বল হচ্ছে ইন্ডিয়া জোট! বিরোধী জোটের বৈঠকে কেন থাকছেন না মমতা?

কি এই বিশেষ ব্যবস্থা? 

মক্কায় হজ করতে আসা সকল তীর্থযাত্রীদের জন্যই জেদ্দা বিমান বন্দর থেকে মক্কার জন্য বাসের ব্যবস্থা করত সৌদি আরব কর্তৃপক্ষ। তবে তাতে তুলনামূলক সময় লাগত অনেকটাই। তবে এ বছরও অন্যান্য দেশের যাত্রীদের জন্য সেই পুরোনো   ব্যবস্থা থাকলেও এর পাশাপাশি শুধু মাত্র ভারতীয় হাজ যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সৌদি কর্তৃপক্ষ।

https://x.com/hajmission/status/1794644420551115185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794644420551115185%7Ctwgr%5Ea07aaefce167be014886882415217c513e0871da%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fworld%2Findian-hajis-take-high-speed-train-from-jeddah-airport-to-makkah-for-the-first-time-1071501.html

BJP Helpline

এই বছর ৩১ হাজার ভারতীয় হজ যাত্রীদের জন্য এই বিশেষ ব্যবস্থা। জেদ্দা বিমান বন্দর থেকে মক্কা যাওয়ার জন্য ভারতীয় হজ যাত্রীরা পাবেন উচ্চ গতির ট্রেন পরিষেবা। আর তাতে যাত্রা যেমন আরামদায়ক হবে তেমনই সময়ও লাগবে অর্ধেক। জানা গিয়েছে, সৌদি কর্তৃপক্ষের সহযোগিতায় জেদ্দার ভারতীয় কনস্যুলেট জেনারেল এই বিশেষ ব্যবস্থা করেছে। এই হারামাইন হাই-স্পিড ট্রেন প্রতি ঘণ্টায় ৩০০ কিমি গতিতে ছোটে। এর পরিষেবা মেলায় ভারতীয় হজযাত্রীদের যাত্রার অভিজ্ঞতা আরও আরামদায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর