ফাইনালে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ: কেন ভয়ঙ্কর প্রতিপক্ষ নিউ জিল্যান্ড?

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আবার মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। গ্রুপ পর্বে ভারত জিতলেও এবার লড়াই সহজ হবে না। নিউ জিল্যান্ডের দলে গভীরতা ও ভারসাম্য রয়েছে, যা তাদের ভয়ঙ্কর করে তুলছে। তাহলে কী কারণে কিউয়িরা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে? দেখে নেওয়া যাক তাদের শক্তি ও দুর্বলতা।

ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড! বদলার সুযোগ রোহিতদের

স্পিন আক্রমণের বৈচিত্র

নিউ জিল্যান্ডের স্পিন আক্রমণ অত্যন্ত সমৃদ্ধ। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেই একজন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। সঙ্গে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপ্স এবং রাচিন রবীন্দ্র। এই বৈচিত্রময় স্পিন আক্রমণ ভারতীয় ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে। তার উপর ফাইনালের ম্যাচটি হবে সেই পিচে, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল, যা স্পিনারদের সাহায্য করবে। তাই স্যান্টনাররা এবার আরও প্রস্তুত হয়ে মাঠে নামবেন।

ফিল্ডিংয়ে অতুলনীয় দক্ষতা

নিউ জিল্যান্ডের অন্যতম বড় শক্তি তাদের দুর্দান্ত ফিল্ডিং। এই প্রতিযোগিতায় কিউয়িরা অসংখ্য রান বাঁচিয়েছে। গ্লেন ফিলিপ্স কয়েকটি অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পাশাপাশি অনেক রানও বাঁচিয়েছেন। সঙ্গে স্যান্টনার, ব্রেসওয়েল ও উইল ইয়ং-এর মতো দুর্দান্ত ফিল্ডাররা রয়েছেন। ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে প্রায় ৩০-৪০ রান বাঁচিয়েছিল নিউ জিল্যান্ডের ফিল্ডাররা, যা ফাইনালেও বড় পার্থক্য গড়ে দিতে পারে। বিরাট কোহলি সাধারণত সিঙ্গলস নিয়ে ইনিংস গড়তে ভালোবাসেন, কিন্তু নিউ জিল্যান্ডের দুর্দান্ত ফিল্ডিংয়ের কারণে সেটা কঠিন হয়ে উঠতে পারে।

দুর্দান্ত ব্যাটিং গভীরতা

নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। ওপেনিংয়ে রয়েছেন রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং, যাঁরা ভালো সূচনা দিতে সক্ষম। মিডল অর্ডারে খেলছেন অভিজ্ঞ কেন উইলিয়ামসন, টম লাথাম, ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। তাঁরা স্পিন ভালো খেলেন, ফলে ভারতীয় স্পিনাররা খুব সহজে উইকেট তুলতে পারবেন না। রাচিন ও উইলিয়ামসন ইতিমধ্যেই এই টুর্নামেন্টে বড় ইনিংস খেলেছেন। ফাইনালে তাঁরা আরও আত্মবিশ্বাসী হয়ে নামবেন।

সেমিফাইনালের নায়ক বিরাট কোহলি আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি, রোহিত পিছিয়ে

নিউ জিল্যান্ডের দুর্বলতা

তবে কিউয়িদের কিছু দুর্বলতাও রয়েছে। তাদের বড় ধাক্কা হতে পারে প্রধান পেসার ম্যাট হেনরির অনুপস্থিতি। পুরো প্রতিযোগিতায় তিনি দুর্দান্ত বোলিং করেছেন এবং ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন। কিন্তু ফাইনালে তাঁকে না পাওয়া গেলে নিউ জিল্যান্ডের পেস আক্রমণ দুর্বল হয়ে যাবে। নতুন বলে উইল ও’রোর্ক ও কাইল জেমিসনকে দায়িত্ব নিতে হবে। দুবাইয়ের পিচ স্পিন সহায়ক হলেও নতুন বলে ভারতীয় ওপেনারদের চাপে ফেলতে পেস বোলিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।সব মিলিয়ে, ভারতের জন্য নিউ জিল্যান্ড কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। ফাইনালে জয় পেতে হলে রোহিত শর্মাদের সব বিভাগেই সেরা পারফরম্যান্স দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর