INDIA Bullet Train

ব্যুরো নিউজ, ১৫ জুন  : এবার ভারতেও ছুটবে বুলেট ট্রেন। তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকটা বছর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দেশে ২০২৬-এর মধ্যে ছুটবে বুলেট ট্রেন। জাপান, চিনের পাশাপাশি ভারতেও মিলবে এই পরিষেবা।

উত্তরবঙ্গে ট্যুর প্লান! কিন্তু ধস-বিপর্যয়ের কারনে প্ল্যান চেঞ্জ? শেষ মুহূর্তে বুঝতে পারছেন না কোথায় যাবেন? আপনার জন্য সঠিক ঠিকানার সন্ধান

যাত্রী সুরক্ষায় এই ট্রেনে থাকছে বিশেষ ব্যবস্থা

BJP Helpline

ট্রেনে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে অটোমেটেড রেইনফল মনিটরিং সিস্টেমের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান রেলমন্ত্রী। এই সিস্টেমে রেইনগজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে প্রতি মুহূর্তে বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়াও থাকছে অ্যাডভান্সড ইন্সট্রুমেনটেশন সিস্টেমও। যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তবে সেই অনুযায়ী বুলেট ট্রেনের গতি কমানো হবে। ট্রাক মেইনটেন্যান্স সেন্টারও থাকবে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সূত্রের খবর জাপানের সঙ্গে চুক্তি করে বুলেট ট্রেনের কাজ চলছে। মুম্বই-আহমেদাবাদ রুটে প্রথমে বুলেট ট্রেন চলবে। প্রতি ঘন্টায় ট্রেনের গতি হবে ৩২০ কিলোমিটার। গোটা যাত্রাপথে স্টেশন থাকবে মোট ১২টি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর