increasing gas rate

ব্যুরো নিউজ ১ অক্টোবর: পুজোর প্রস্তুতি শুরু হতে মাত্র ৮ দিন বাকি। এই অবস্থায় ফের বেড়ে গেল গ্যাসের দাম। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর টানা তিন মাস ধরে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগস্ট, সেপ্টেম্বরের পর এবার অক্টোবরেও দেখা যাচ্ছে গ্যাসের দাম উর্ধ্বমুখী।

শিরদাঁড়া থিমঃ পুজোর আনন্দে বিতর্কের ছায়া

পুজোতে সব রেস্তরাঁতে কি খাবারের দাম বাড়তে চলেছে

সোমবার সকালে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে প্রায় ৫০ টাকা বেড়েছে। নতুন দামের তালিকায় দেখা যাচ্ছে, ১৯ কেজি সিলিন্ডারের দাম ৪৮.৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৫০.৫০ টাকা হয়েছে। সেপ্টেম্বরে এই দাম ছিল ১৮০২.৫০ টাকা। ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও ১২ টাকা বেড়েছে। এর পাশাপাশি, ৪৭.৫ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১২০ টাকা বেড়েছে।গৃহস্থের রান্নার গ্যাসের দাম যদিও অপরিবর্তিত রয়েছে, কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানোর ফলে হোটেল, রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে ব্যবসায়ীদের ওপর চাপ পড়বে। পুজোর মরসুমে সাধারণ মানুষের বাইরে খাওয়ার প্রবণতা বাড়ে, ফলে গ্যাসের দাম বৃদ্ধির ফলে তাদের উপরও পরোক্ষ চাপ পড়বে।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিঃ পরবর্তী পদক্ষেপ জানালো প্রধান বিচারপতি

পুজোর সময় সাধারণ মানুষের জন্য এই দাম বৃদ্ধি কিছুটা বিষাদের খবর নিয়ে এসেছে। পুজোর আনন্দের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিছুটা অস্বস্তি তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, এই পরিস্থিতিতে তারা কীভাবে চলতে পারবেন, তা নিয়ে চিন্তিত।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর