শর্মিলা চন্দ্র, ২০ মার্চ : এবার আয়কর আধিকারিকদের নজরে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। বুধবার সকালেই নিউ আলিপুরে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি অভিযান। আয়কর বিভাগের আধিকারিকরা কথা বলেছেন স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের সঙ্গেও।
আয়কর ফাঁকির অভিযোগে তল্লাশি অভিযান
সূত্রের খবর, ‘ইডেন রিয়েল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়েল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও আয়কর বিভাগ অভিযান চালায়। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি সহ মোট পাঁচটি জায়গায় চলে তল্লাশি। আয়কর বিভাগের অফিসাররা পৌঁছে যান বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানায়।
দিনহাটায় ২৪ ঘণ্টার বনধের ডাক তৃণমূলের, শুনশান রাস্তা-ঘাট
অন্যদিকে, আয়কর আধিকারিকদের অভিযানকে কেন্দ্র করে সন্দেশখালির মত কোনরকম ভয়াবহ পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। গোটা এলাকায় ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোটের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই বিজেপি এসব করছে বলে অভিযোগ শাসক শিবিরের।