Igor Stimac Sacked

ব্যুরো নিউজ, ১৮ জুন : দলের ব্যর্থতার কারনে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি। ভারতীয় ফুটবল দলের এই ব্যর্থতার পরই তাঁকে অপসারনের সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৫ মাওবাদী

ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে স্টিমাচ প্রসঙ্গে বলেন,  দিনের পর দিন অজুহাত দিয়েছেন তিনি। স্টিমাচ যা চেয়েছেন, তাই পেয়েছেন। কিন্তু দলকে সাফল্য দিতে পারেননি। ফলে এর পর থেকেই ফেডারেশনের তরফ থেকে তাঁকে অপসারেনের দিকটি আরও জোরালো হয়।

‘ধারাবাহিক ব্যর্থতা’র কারনে গত দু-তিন বছর ধরে একাধিকবার কোচ ইগর স্টিমচ-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু প্রতিবারই তিনি নিজের পদেই বহাল রয়ে গিয়েছিলেন। তবে এবার আর তা হল না। কিন্তু সাফল্য না দিতে পারার পরও তিনি দিনের পর দিন ফেডারেশনের সমালোচনা করে এসেছেন। তবে আর নয় তাঁকে আর বরদাস্ত করলনা ফুটবল ফেডারেশন।

এদিকে তাঁকে বরখাস্তের পর থকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, দলের পরবর্তী কোচ কে হবে?

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর