ব্যুরো নিউজ, ২১ সেপ্টেম্বর: ICDS স্কুলের শোচনীয় অবস্থা!
ফের আইসিডিএস সেন্টারের নিম্নমানের খাবার ও অনিয়মিত পরিষেবা প্রদানের অভিযোগ
শুধু বেহাল দশা বললে ভুল হবে। কার্যত জঙ্গলে পরিণত হয়েছে গোপালনগর ৩৪ প্রাইমারি স্কুল ও ওখানকার আই সি ডি এস সেন্টার। বিগত ৮ বছর ধরে সেখানকার রান্নার ও পঠনপাঠনের স্থানের শোচনীয় অবস্থার অভিযোগ।
বর্ষাকালে ছ মাস হাঁটু জল থাকে!
পূর্বের আধিকারিকদের এই বিষয়ে জানানো হলেও তাঁরা কোনও কাজ করেননি। জঙ্গলের ফলে সব সময় সেখানে সাপ ও বিছার আতঙ্ক লেগেই আছে। এইরকম পরিবেশেই শিশুদের সেখানকার খাবার খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ।
সেখানকার বর্তমান অঞ্চলপ্রধানকে এই বিষয়ে জানানো হলেও তিনি নিজে গিয়ে আইসিডিএস সেন্টার পর্যবেক্ষণ করেন। এরই পাশাপাশি আইসিডিএস সেন্টার সংস্কার করে দেওয়ারও আশ্বাস দেন। ইভিএম নিউজ