ব্যুরো নিউজ: I.N.D.I.A জোটে ভাঙন? বিজেপি নিয়ে শরদ পাওয়ারের বিভ্রান্তিকর অবস্থান

৩১ শে আগস্ট তৃতীয় বৈঠকের আগে আবারও I.N.D.I.A জোট নিয়ে বিভ্রান্তি। বিভ্রান্তিকর মন্তব্য করলেন I.N.D.I.A জোটের অন্যতম শরিক এনসিপির নেতা শরদ পাওয়ার।

শুক্রবার শরদের হঠাৎ বক্তব্য,তাঁর ভাইপো অজিত এনসিপিতেই রয়েছেন। পাওয়ার বলেন, ” দলের একটা অংশ ভিন্ন অবস্থান নিলে সেটা তাদের অধিকার। গণতন্ত্রে সেই অধিকার রয়েছে। তার অর্থ এমন নয় যে এনসিপিতে ভাঙন ধরেছে “।

শরদের এই বক্তব্যের পরই ভ্রান্তি তৈরি হয়েছে মহারাষ্ট্রের এনসিপি, উদ্ভব ঠাকরের শিবসেনা সহ I.N.D.I.A জোটের অন্যান্য শরিক দলগুলির মধ্যে। কিছুদিন আগেই এনসিপি ছেড়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার মহারাষ্ট্রের বিজেপি ও একনাথ শিন্ডের শিবসেনার জোটে যোগ দিয়েছিলেন। এদিকে I.N.D.I.A জোট তৈরি হয়েছে বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে। ফলে শরদের বক্তব্যে NCP দলের অবস্থান নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন I.N.D.I.A জোটের শরিক দলগুলির নেতারা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর