ব্যুরো নিউজ ১২ জুন: রতুয়া‑২ ব্লকের শ্রীপুর দরগাপাড়া গ্রামে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে শতাধিক পরিবার, কারণ গ্রামের একমাত্র ঢালাই রাস্তার পাশের পুকুরে গার্ডওয়াল নেই—ফলে রাস্তার নিচের মাটি ধসে এখন যেন তা ঝুলছে! অনেকেই গাড়ি নামিয়ে হেঁটে পার হওয়া ছাড়া উপায় পাচ্ছেন না; গাড়িতেও বুক কাঁপে যাত্রীদের।
নিরাপত্তারও বিপদের বার্তা দিচ্ছে
জবরদস্তি ভাঙার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের মনে ক্রমেই বাড়ছে উদ্বেগ। সাত বছর আগে নির্মিত এই রাস্তা গ্রামে বাইক, সাইকেল, ট্রাক্টর এবং ছোট যানবাহনের চলাচলের একমাত্র পথ। এখন মাটি ধসে নিচু হয়ে গেছে বড় অংশটাই, আর একটা অস্বস্তিকর পরিণতি—আপাতত দুর্ঘটনা ঘটাতে পারে বলে দাবি তারা।
স্থানীয়রা বিশেষ করে আরিফুল মিঞা বলেন, “পুকুর পাড়ে গার্ডওয়াল ও মাটি ভরাট করে রাস্তা রক্ষা করতে হবে। না করলে সমস্যা আরও বাড়বে।” শিক্ষক রাকিব খানের কথায়, প্রশাসন ও বিধায়ককে বারবার জানানো হয়েছে, “কেউ উদ্যোগ নিচ্ছেন না।” তবে সামান্য আশার আলোর ঝিলিক দিয়েছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, তিনি জানিয়েছেন, বিষয়টি তার নজরে এসেছে এবং বিধায়ক তহবিল থেকে গার্ডওয়াল নির্মাণের ব্যবস্থা নেয়া হবে।
এই রাস্তার অবস্থা শুধু গ্রামটিকে বিচ্ছিন্ন করেই রাখছে না, নিরাপত্তারও বিপদের বার্তা দিচ্ছে—কোন দুর্যোগের আগেই কি সেই ‘গার্ডওয়াল’টির নির্মাণ হবে? না হলে, ঝুঁকি ঝুলতেই থাকবে।