ব্যুরো নিউজ, ৬ জুন : লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়ে গেলেও এখনো ভোট পরবর্তী হিংসা অব্যাহত। নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটল। অভিযোগের তীর দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত জোধগিরি এলাকার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
হাজিরা এড়ানোর পরেও ED দফতরে ফের ডাক পড়ল ঋতুপর্ণার
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ
বিজেপি কর্মীর স্বরূপ ধারার অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর করে বোমাও ছোড়ে বলে অভিযোগ ওই বিজেপি কর্মীর। শুধু তাই নয়, অশালীন ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ। বাড়ির উঠোনে বাজি ফাটানোরোও অভিযোগ তোলেন ওই বিজেপি কর্মী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ইট ছুড়ে ঘরের সামনের অংশে ভেঙে দেওয়ারও অভিযোগ তোলেন বিজেপি কর্মী স্বরূপ ধারা । গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।