ব্যুরো নিউজ, ৬ জুন : রেশন দুর্নীতি মামলার জল গড়িয়েছে অনেক দূর। এই রেশন দুর্নীতি মামলাতেই হাজতবাস করছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই রেশন দুর্নীতির তদন্তে নেমেই উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। কার্যত কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে সাপের নাগাল পায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তবে এখনও নয়া নয়া মোড় নিচ্ছে সন্দেশখালির ঘটনা। এর মধ্যেই রেশন দুর্নীতি মামলায় ইডি-র ‘স্ক্যানারে’ অভিনেত্রী ঋতুপর্ণা।
বিজেপির বিপর্যয় নিয়ে বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁ-র
৫ই জুন তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে হাজিরা দিতে বলে ইডি। জানা গিয়েছে, রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় ঢুকেছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তবে এর আগে রোজভ্যালি চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় তাঁর বিদেশ ভ্রমণের টাকার উৎস নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ কড়া হয়। আর এবার রেশন দুর্নীতি মামলায় তলব করা হল ঋতুপর্ণা সেন গুপ্তকে। তবে এবারের ইডির হাজিরা এড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
গত সপ্তাহে ইডির তরফে ৫ জুন অর্থাৎ বুধবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে। রেশন দুর্নীতি মামলায় আর্থিক লেনদন সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তবে সেই হাজিরা এড়িয়েও নিস্তার নেই অভিনেত্রির। ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি।
অভিনেত্রী ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, বিদেশে থাকার দরুন হাজিরা এড়ান ঋতুপর্ণা। তবে সাত দিন সময় চেয়ে নেন কেন্দ্রীয় এজেন্সির কাছে। আর সাত দিন ফুরানোর আগেই ইমেল মারফত ফের তলব করা হল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।