ব্যুরো নিউজ,২০ মার্চ : চোখের তলায় কালি নিয়ে সকলেই কম বেশি চিন্তিত । এই কালি সহজে দূর করা যায় না। দামি ক্রিম বা ফেসপ্যাকও তেমন কাজ করে না। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, রাতে যখন শরীর বিশ্রাম নেয়, তখন ত্বকেও এমন উপাদান দরকার যা কোষগুলোকে পুনর্স্থাপন ও সতেজ রাখতে পারে। ত্বকের প্রদাহ দূর করার জন্য রাতে ব্যবহারের জন্য বিশেষ মাস্ক ব্যবহার করা প্রয়োজন। তেমন মাস্কগুলো আপনি ঘরেই তৈরি করতে পারেন, যা ত্বককে গভীরভাবে হাইড্রেট করে এবং সতেজ রাখে।
গোলাপজল ও গ্লিসারিন শুষ্ক ত্বককে আর্দ্র করে
তেলেঙ্গানা বাজেট ২০২৫: হায়দ্রাবাদের উন্নয়নে ১০০ কোটি টাকার বাড়তি বরাদ্দ
একটি গবেষণায় দেখা গেছে যে, প্রোবায়োটিক যেমন দই, মধু, অ্যালো ভেরা এবং কিছু এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি মাস্ক রাতে ব্যবহার করলে ত্বকে কোলাজেন তৈরি হয়, মৃতকোষ দূর হয় এবং ত্বক ভিতর থেকে জেল্লাদার ও প্রাণবন্ত হয়ে ওঠে। এখন চলুন দেখি, কিছু সহজ ও কার্যকরী ঘরোয়া মাস্ক, যা রাতে ব্যবহার করতে পারেন:
শুধু কি কাঁচা হলুদ খাচ্ছেন ? এর সাথে এই মশলা মেশালেই হবে অমৃত উপকারিতা
এক চা চামচ গোলাপজলের সঙ্গে এক চা চামচ গ্লিসারিন মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। রাতে শোয়ার আগে মুখ ভাল করে ধুয়ে এই মাস্ক লাগিয়ে নিন। গোলাপজল ও গ্লিসারিন শুষ্ক ত্বককে আর্দ্র করে এবং ত্বককে মসৃণ ও জেল্লাদার করে তোলে।গ্রিন টি তৈরি করুন এবং ঠান্ডা হতে দিন। তারপর তুলো দিয়ে এটি মুখে লাগিয়ে রাখুন সারা রাত। গ্রিন টি ত্বকের মৃতকোষ দূর করে, ত্বকে জেল্লা ফিরিয়ে আনে এবং রন্ধ্রের সমস্যা কমায়।
রাশিফল: আজকের দিনে কোন রাশির ভাগ্যে কি আছে জেনে নিন
এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ অ্যালো ভেরা মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন। সারা রাত মুখে এটি লাগিয়ে রাখুন এবং সকালে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্ক ত্বকের প্রদাহ কমাবে এবং ব্রণ ও ফুসকুড়ির সমস্যা দূর করবে।এই ঘরোয়া মাস্কগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে অনেক বেশি হাইড্রেটেড, উজ্জ্বল এবং সতেজ।