নামায

হস্টেলে নমাজ পড়ার সময় ঘটল বিপত্তি! বিদেশি পড়ুয়াদের উপরে হামলা চালাল দুষ্কৃতীরা

পুলিশ হামলার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়!

ব্যুরো নিউজ, ১৭ মার্চ, পুস্পিতা বড়াল: একদল দুষ্কৃতীর বিরুদ্ধে গুজরাটের এক হস্টেলে ভাঙচুরের অভিযোগ উঠল। নামাজ পড়ার সময় দুষ্কৃতীরা এই ভাঙচুর চালিয়েছে। জানা গিয়েছে, হামলায় পাঁচজন বিদেশি পড়ুয়া আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁরা এখানে পড়তে এসেছেন আফগানিস্তান,শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান ও আফ্রিকার দেশগুলো থেকে।

তবে কী লোকসভা ভোটের জন্য ভারত থেকে সরছে আইপিএল? সমস্ত জল্পনায় ইতি টানলেন জয় শাহ

লক্ষ্য আয় বৃদ্ধি | কী সিদ্ধান্ত? 

পুলিশ হামলার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়!

এখন রমজান মাস চলছে। হস্টেল চত্বরে যেহেতু কোনও মসজিদ নেই, তাই ওই পড়ুয়ারা রাত্রিকালীন নামাজ পড়তে হস্টেলের ভিতরেই একত্রিত হয়েছিলেন। এরপর অভিযোগ ওঠে, সেই সময়ই সেখানে উত্তেজিত জনতা উপস্থিত হয়। তাদের হাতে ছিল ছোরা, লাঠি। তারা ভাঙচুর চালায় হস্টেলে। তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন হস্টেলের নিরাপত্তা রক্ষীরা।

যারা আক্রান্ত হয়েছেন সেই পড়ুয়াদের মধ্যে অন্যতম, আফগানিস্তানের নাগরিক এক ছাত্র এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ”ওরা ঘরের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। ল্যাপটপ, ফোন, বাইক সব ক্ষতিগ্রস্ত হয়েছে।” সূত্রের খবরে জানা গিয়েছে, পুলিশ হামলার প্রায় আধঘণ্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত পড়ুয়াদের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর