Honda City Hybrid

ব্যুরো নিউজ, ৮ এপ্রিল : গত মাসে, Honda Cars India ঘোষণা করেছে যে তাদের গাড়ির দাম 1 এপ্রিল বাড়ানো হবে। সেই মত চলতি মাসের 1 তারিখ থেকে বাড়ানো হয়েছে গাড়ির দাম। সম্প্রতি Honda City Hybrid মডেলটির মূল্যে এসেছে বিরাট আপডেট। সিটি হাইব্রিড মডেলটি সিটি ই:এইচইভি (City e:HEV) নামেও পরিচিত।

নতুন রং এবং নজরকাড়া গ্রাফিক্স সহ লঞ্চ হয়েছে Yamaha MT15, Fascino, RayZR বাইকের মডেল! কোন কোন রঙের মধ্যে পাবেন?

Advertisement of Hill 2 Ocean

Honda City Hybrid এর ভেরিয়েন্ট

গত মাস পর্যন্ত হোন্ডা সিটি হাইব্রিড মডেলটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছিল। V এবং ZX। কিন্তু সম্প্রতি কোম্পানি এই মডেলের V ভেরিয়েন্টটি বন্ধ করে দিয়ে শুধুমাত্র ZX কে রেঞ্জের একমাত্র ভেরিয়েন্ট হিসাবে রেখে দিয়েছে। উপরন্তু, Honda ZX ভেরিয়েন্টের জন্য আগের দামের তুলনায় দাম বাড়িয়েছে 16,100 টাকা। সলিড এবং ধাতব রঙের ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে যথাক্রমে 88,100 টাকা।

Honda City Hybrid এর দাম ও রঙের বিকল্প

দামের পরিবর্তন হওয়ার সাথে সাথে, বর্তমানে Honda City হাইব্রিডের দাম হল Rs. 20.55 লক্ষ থেকে টাকা 21.35 লাখ (সমস্ত দাম, এক্স-শোরুম)। গ্রাহকরা গোল্ডেন ব্রাউন মেটালিক, লুনার সিলভার মেটালিক, মেটিওরয়েড গ্রে মেটালিক, রেডিয়েন্ট রেড মেটালিক, প্ল্যাটিনাম হোয়াইট পার্ল এবং অবসিডিয়ান ব্লু পার্ল এই ছয়টি রঙের মধ্যে থেকে বেছে নিতে পারেন Honda City হাইব্রিড।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর