ব্যুরো নিউজ, ২৩ মে: ‘লোকসভা নির্বাচনে আমাদের ৪০০ আসন দিন। আমরা বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণ করব’। নির্বাচনে প্রচারে এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বোকারোর এক সভা থেকে অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘আমাদের কাজ এখনও বাকি। আজও কৃষ্ণ জন্মভূমিতে শাহী ইদগা রয়ে গিয়েছে। মোঘল সম্রাট ঔরঙ্গজেব মন্দির ভেঙে সেটা তৈরি করেন। বারাণসীতেও মসজিদ তৈরি হয়েছিল। আমরা আবার ওখানে মন্দির বানাবো।’
‘উনি ঘুরপথে মুখ্যমন্ত্রী হয়েছেন’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অমিত শাহর
বারাণসীর জ্ঞানবাপী, মথুরার কৃষ্ণ জন্মভূমিতে মন্দির নির্মাণের প্রতিশ্রুতি
তবে এই সব কিছু সম্ভব হবে মোদি যদি ৪০০ আসন পান, সেটাও স্পষ্ট ভাবে জানিয়ে দেন হেমন্ত বিশ্বশর্মা। কিছুদিন আগে দিল্লির এক সভা থেকে বলেছিলেন, ‘যখন আমরা ৩০০ আসন পেয়েছি তখন অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছি। এবার ৪০০ আসন পেলে মথুরায় কৃষ্ণ জন্মভূমিতে তৈরি হবে মন্দির। এবং জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে গড়ে উঠবে বাবা বিশ্বনাথের মন্দির।’